News71.com
 International
 01 Apr 17, 07:21 PM
 203           
 0
 01 Apr 17, 07:21 PM

প্যারাগুয়ের সংসদ ভবনে বিক্ষোভকারীদের দেয়া আগুনে নিহত ১.....

প্যারাগুয়ের সংসদ ভবনে বিক্ষোভকারীদের দেয়া আগুনে নিহত ১.....

আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগুয়েতে প্রেসিডেন্ট পুনর্বনির্বাচন বিষয়ে একটি বিলের প্রতিবাদে দেশটির সংসদ ভবনে বিক্ষোভকারীদের দেয়া আগুনে এক ব্যাক্তি নিহত হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানা যায়। দেশটির বিরোধী দল লিবারেল পার্টির প্রধান এফরেইন আলেগ্রে জানান, শুক্রবার রাতে স্থানীয় সময় এ ঘটনায় এক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন।

তিনি বলেন, প্রতিবাদের সময় এক তরুণ গুলিতে নিহত হয়েছেন। তবে গুলিতে নিহতের বিষয়টি স্বীকার করেনি পুলিশ। এর আগে ওই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট হোরাসিও কারটেসকে আরও এক মেয়াদে ক্ষমতাসীন রাখার পক্ষে সংসদে (কংগ্রেসে) ভোটাভুটি হয়। আর এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিরোধী পক্ষ ও সাধারণ জনগণ কংগ্রেস ( সংসদ) ভবনে আগুন লাগিয়ে দিয়ে ষড়যন্ত্রের বিপক্ষে স্লোগান দিতে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন