আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরা রাজ্যের ১০ হাজার ৩শ’ ২৩ জন শিক্ষকের চাকরি চ্যুতি ইস্যুতে এখনো রাজ্য রাজনীতি সরগরম। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে তৃণমূল কংগ্রেস দলের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল তৈরি করে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে থেকে শবযাত্রা আয়োজন করে। এসময় রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে আবার দলের কার্যালয়ের সামনে এসে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে।
তাদের অভিযোগ, নিয়ম নীতি না মেনে সরকার এই চাকরি দিয়েছিলো। তাই এখন চাকরি চলে গেছে। এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের। এর নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।