আন্তর্জাতিক ডেস্ক : ২০১১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনে হামলার অপ্রকাশিত বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ভয়াবহ ওই হামলায় ১৮৪ জন মানুষ নিহত হয়েছিলেন। আজ শুক্রবার (৩১ মার্চ) এফবিআই ২৭ টি ছবি প্রকাশ করেছে যা আগে কখনও দেখা যায়নি।
ভার্জিনিয়ার ডুলেস থেকে লস অ্যাঞ্জেলসগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৭৭ হাইজ্যাক করে আল-কায়েদা জঙ্গিরা পেন্টাগন ভবনে আচড়ে পড়ে। এতে বিমানের যাত্রী ও পেন্টাগনের অনেক কর্মী নিহত হন। অপ্রকাশিত ছবিগুলোতে ঘটনার পরপর উদ্ধারকর্মীদের তৎপরতা, হামলা চালানো বিমানের ধ্বংসাবশেষ ও পেন্টাগন ভবনের চিত্র দেখা যায়।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ও মিউজিয়ামও বেশ কিছু অপ্রকাশিত ছবি প্রকাশ করে।