News71.com
 International
 31 Mar 17, 07:44 PM
 198           
 0
 31 Mar 17, 07:44 PM

সোমালিয়া যুদ্ধে মার্কিন সামরিক কর্তৃত্ব বৃদ্ধি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

সোমালিয়া যুদ্ধে মার্কিন সামরিক কর্তৃত্ব বৃদ্ধি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়া ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিমান হামলা জোরদারে মার্কিন সামরিক বাহিনীর কর্তৃত্ব বৃদ্ধি করেছেন।গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তর একথা জানায়।

নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগণের এক কর্মকর্তা জানান, দেশটিতে জঙ্গিদের বিরুদ্ধে হামলা জোরদারে এটি আরো সহায়ক হবে। আফ্রিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে বিমান হামলার সিদ্ধান্ত গ্রহণে সম্প্রসারিত এ ক্ষমতা সামরিক বাহিনীর কর্তৃত্ব আরো জোরদারের সুযোগ করে দেবে।

পেন্টাগণ মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন মিশন এবং সোমালি নিরাপত্তা বাহিনীর অভিযানের সমর্থনে আরো নিখুঁত হামলা চালাতে প্রতিরক্ষা দপ্তরের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট।’

আল-কায়েদা সংশ্লিষ্ট জিহাদি গ্রুপ আল-শাবাব জঙ্গিদের পরাজিত করতে বিভিন্ন সামরিক বাহিনী লড়াই করে যাচ্ছে। আফ্রিকান ইউনিয়নের সৈন্যরা ২০১১ সালে এ জঙ্গি গ্রুপকে রাজধানী থেকে বিতাড়িত করলেও এখনো দেশটির বিভিন্ন এলাকা তাদের দখলে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন