আন্তর্জাতিক ডেস্ক : মালিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ শুক্রবার (৩১ মার্চ) থেকে আরো দশ দিন বাড়ানো হল। দেশটিতে প্রায় ১৬ মাস ধরে একটানা জরুরি অবস্থা বহাল রয়েছে। সরকার একথা জানিয়েছে। জিহাদিরা ২০১৫ সালের নভেম্বর মাসে বামাকোর রেডিসন ব্লু হোটেলে জিহাদিদের হামলার পর থেকে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বেশ কয়েক দফা বাড়ানো হয়েছে। জিহাদিদের ওই হামলায় ২০ জন প্রাণ হারায়। আল-কায়েদার আঞ্চলিক শাখা হামলাটির দায়িত্ব স্বীকার করে।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই জরুরি অবস্থা জারির ফলে সরকার আরো কঠোরভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ ও সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এছাড়াও এর ফলে সশস্ত্র বাহিনীর অভিযানের সক্ষমতা ও নিরাপত্তাও জোরদার হবে। এতে আরো বলা হয়, ‘মালি ও ওই অঞ্চলে এখনো সন্ত্রাসবাদের হুমকির পাশাপাশি জানমালের ঝুঁকির রয়ে গেছে।’ সরকার জানায়, এই পদক্ষেপটিকে যদি উপযুক্ত মনে হয়, তবে আবারো নতুন করে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে।