News71.com
 International
 31 Mar 17, 06:45 PM
 178           
 0
 31 Mar 17, 06:45 PM

ভারতের গুজরাটে গো-হত্যায় ১০ বছরের জেলের বিধান....

ভারতের গুজরাটে গো-হত্যায় ১০ বছরের জেলের বিধান....

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট প্রদেশে গো-হত্যা ও পাচার প্রতিরোধে আরো কঠোর আইন করা হয়েছে। নতুন আইনে গো-হত্যা, জবাই বা পাচারের শাস্তি রাখা হয়েছে ন্যূনতম ৭ থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড। এর আগে একই অপরাধে সর্বনিম্ন ৩ ও সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ডের বিধান ছিল। আজ শুক্রবার (৩১ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজ্য সভায় ‘গুজরাট প্রাণী  সংরক্ষণ বিল-২০১৭ (সংশোদনী) পাস হয়েছে। নতুন আইনে  বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। আগের ৫০ হাজার রুপি থেকে জরিমানা করা হয়েছে ১ লাখ রুপি। অবৈধভাবে পশু পাচারের চেষ্টা করলে যানবাহন জব্দ করার বিধানও রাখা হয়েছে। আগের আইনে অভিযুক্ত যানবাহনকে ছয় মাস আটক রাখার পর ছেড়ে দেওয়া হতো। এ ছাড়া নতুন আইনে গো-হত্যা, পাচার জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে।

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপসিং জাদেজা বলেন, ‘রাজ্য সরকার দুগ্ধবতী ও গবাদি পশুদের বাঁচাতে গুজরাট প্রাণী সংরক্ষণ আইন-১৯৫৪ এ নতুন সংশোধনী এনেছে।’ তিনি আরো বলেন, ‘গরু পাচারকারী যানবাহনগুলোকে প্রতিরোধের জন্য আইনে নতুন সংশোধনী আনার প্রয়োজন ছিল।’ উল্লেখ্য, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে প্রথম এই আইনে সংশোধনী আনেন। নিষিদ্ধ করা হয় গো-হত্যা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন