আন্তর্জাতিক ডেস্ক : একটি ভিডিও প্রকাশ করে পশ্চিমা বিশ্বে আরও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট ( আইএস )। হামলার সম্ভাব্য লক্ষ্যস্থল হিসাবে লন্ডন, বার্লিন ও রোমের নাম উল্লেখ করেছে জঙ্গি গোষ্ঠীটি।
ভিডিওটিতে ইংরেজিতে আইএস এর এক সদস্য বলেছেন, “গতকাল প্যারিসে হামলা চলেছে , আজ ব্রাসেলসে হামলা হল , আগামীকাল তা কোথায় হবে আল্লাহই জানেন। এটি হতে পারে লন্ডনে, বার্লিনে কিংবা রোমে।” গত মঙ্গলবার আইএস এর প্রকাশিত এ ভিডিওতে আগে চালানো হামলাগুলোর ফুটেজ দেখানো হয়।
উল্লেখ্য গত মার্চ মাসে ব্রাসেলসে বোমা হামলা চালিয়ে ৩১ জনকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। গতবছর নভেম্বরে প্যারিসে হামলায় ১৩০ জন নিহতের ঘটনার দায়ও স্বীকার করে আইএস। গতকাল মঙ্গলবার প্রকাশিত ভিডিওটিতে লন্ডনের হাউজ অব কমন্স এবং রোমের কোলোসিয়ামও দেখিয়েছে আইএস।