আন্তর্জাতিক ডেস্ক : গত দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাশ হওয়ার পর এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম তীরের এমেক শিলো এলাকায় এ বসতি নির্মাণ কাজ শুরু হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ইসরায়েলের এ পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ। অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জাতিসংঘ নিন্দা জানানোর এক সপ্তাহের মাথায় তেল আবিব এ উদ্যোগ নিলো।
এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলের এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছে। পিএলএ’র নির্বাহী কমিটির সদস্য হানান আশরাউই বলেছেন, ‘আজকের এই ঘোষণা আবারও প্রমাণ করলো ইসরায়েল স্থিতিশীলতা ও শান্তির চেয়ে তার লোকদের জন্য অবৈধ বসতি নির্মাণে বেশি প্রতিশ্রুতিশীল।’ ১৯৬৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল এই দুটি এলাকায় ১৪০ টি অবৈধ বসতি নির্মাণ করেছে। এসব বসতিতে বর্তমানে ছয় লাখেরও বেশি ইহুদি বাস করছে। গত মাসে ইসরায়েলি সুপ্রিম কোর্ট আমোনা এলাকায় নির্মিত একটি ইহুদি বসতি অবৈধ বলে রায় দিয়েছিল। সর্বোচ্চ আদালত বলেছিল, ব্যক্তি মালিকানার ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণ করা হয়েছিল।