News71.com
 International
 31 Mar 17, 10:47 AM
 264           
 0
 31 Mar 17, 10:47 AM

আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে ২৭ তালেবান জঙ্গি নিহত

আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে ২৭ তালেবান জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হড় প্রদেশে দেশটির সামরিক বাহিনীর এক বিশেষ অভিযানে ২৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি টুইটারে এক বার্তায় বলেন, বুধবার রাতে খগিয়ানি জেলার পিরাখিলো এলাকায় এ অভিযান চালানো হয়। সেখানে অভিযান চলাকালে বিশেষ বাহিনীর সদস্যরা সন্দেহভাজন আরো সাত জঙ্গিকে গ্রেফতার করে।

তিনি জানান, নিহত জঙ্গিদের মধ্যে তালেবানের স্থানীয় আরো চার কমান্ডারের সঙ্গে মোল্লা জাকির নামের স্থানীয় এক নেতা রয়েছে। তিনি আরো জানান, আফগান রাজধানী কাবুলের ১২০ কিলোমিটার পূর্বের এ প্রদেশ থেকে সৈন্যরা বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন