News71.com
 International
 30 Mar 17, 10:07 PM
 193           
 0
 30 Mar 17, 10:07 PM

ম্যানোলাডায় বাংলাদেশিদের পক্ষে ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালতের রায়.....

ম্যানোলাডায় বাংলাদেশিদের পক্ষে ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালতের রায়.....

 

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করা বাংলাদেশি ৪২ জনের পক্ষে রায় দিয়েছেন ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালত। একইসঙ্গে শ্রমিকদের ১২ থেকে ১৬ হাজার ইউরো করে ক্ষতিপূরণও দিতে বলা হয়েছে। অন্তত ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে ম্যানোলাডায় ২০১৩ সালের এপ্রিলে স্ট্রবেরি ক্ষেতের শ্রমিকরা আন্দোলন করেন। এতে গুলি চালায় মালিক পক্ষ। যাতে গুরুতর আহত হন মোহাম্মাদ নামে একজন শ্রমিক। আরও আহন হন ২৮ বাংলাদেশি।

ফ্রান্সের স্ট্রাসবুর্গে অবস্থিত ‘দ্য কাউন্সিল অব ইউরোপ’র- কোর্ট অব হিউম্যান রাইটস’ এই রায়ে বলেছেন, গ্রিস সরকার ভুক্তভোগীদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ৪২ জন শ্রমিককে ১২-১৬ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনার পরপরই দেশটির আদালতে মামলা করা হয়েছিল। তখন রায়ে দুই ব্যক্তিকে শাস্তি দিলেও তারা তখন জামিনে মুক্ত হন এবং সেই রায়ের বিরুদ্ধে আপিলও করেন। সেসময় কোনো অপরাধ খুঁজে পাননি আদালত। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন