নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী সাইক্লোনের আঘাতে একদিকে সব লন্ডভন্ড অন্যদিকে বৃহস্পতিবারের (৩০ মার্চ) প্রবল বর্ষণের কারণে জরুরি ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পর্যটন দ্বীপগুলোতে পর্যটকরা আটকা পড়েছে। গত মঙ্গলবার সাইক্লোন ডেবি চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়ে বোয়েন ও এয়ারলাই বিচের মধ্যবর্তী স্থানে আঘাত হানে। ঝড়ের আঘাতে গাছপালা উড়ে গেছে, বহু নৌকা সমুদ্রে ভেসে গেছে এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়টি উপকূলে আঘাত হানার পর শক্তি হ্রাস পেলেও এর প্রভাবে শক্তিশালী বাতাস ও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ব্রিসবেনে নতুন এই প্রাকৃতিক দুর্যোগের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এই দুর্যোগের সরাসরি আঘাতটা এখানেই এসে পড়ছে। আবহাওয়ারবিদরা পূর্বাভাসে জানিয়েছেন, নগরীটিতে এক দিনের বৃষ্টিপাতের পরিমাণ পুরো এক মাসের সমান। শুক্রবার ঝড়টি সমুদ্রের গভীরে অগ্রসর হওয়ার আগে এখানকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সানশাইন কোস্ট ও গোল্ড কোস্টেও ব্যাপক বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
ম্যাকায়ের পশ্চিমে গতরাত ও বৃহস্পতিবার ভোরে জরুরি সংস্থার সদস্যরা বেশ কয়েকজনকে বন্যা থেকে উদ্ধার করেছে। এদের অনেককে বাড়ি ও গাড়ির ছাদের ওপর থেকে উদ্ধার করা হয়। প্রকৃতির এই রুদ্ররোষ সত্ত্বেও এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়টি আঘাত হানার আগে দেয়ালে চাপা পড়ে তিনি আহত হন। ঝড়ের প্রাক্কালে কয়েক হাজার লোক উঁচু স্থান ও ঝুঁকিপূর্ণ এলাকার বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।