আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি খাদে অন্তত ১০ টি লাশ পাওয়া গেছে। বুধবার (২৯ মার্চ) মেক্সিকো কর্তৃপক্ষ একথা জানিয়েছে। কোলিমার গভর্ণর জোস ইগনাসিও পেরালতা বলেন, জালিস্কো ও কোলিমা রাজ্যের সীমান্তবর্তী স্থানে কুয়েসেরিয়া শহরের কাছে গভীর একটি খাদের নিচে লাশগুলো পাওয়া গেছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি লাশ ইতোমধ্যেই পচে গেছে। কোন কোনটি কঙ্কালে পরিণত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে একটি তদন্ত চলছে। এ পর্যন্ত আমরা ১০ টি লাশ পেয়েছি। তবে এটি প্রাথমিক খবর।’ ওই এলাকায় প্রতিদ্বন্দী মাদক চক্রগুলোর মধ্যে প্রায়ই খুনের ঘটনা ঘটে।