আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনের অন্তত আটটি বগি লাইনচ্যুত হয়ে ছয় যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) এক রেল কর্মকর্তারা একথা জানান। উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌ থেকে প্রায় ২৫৪ কিলোমিটার দক্ষিণে মাহোবা জেলার কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।
রেলওয়ের এক মুখপাত্র বলেন, ‘আজ মাঝরাতের পর ঝাঁসি-মাহোবা স্টেশনের কাছে জাবালপুর-নিজামুদ্দিন মহাকুশাল এক্সপ্রেস ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়।’ কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার ও ত্রাণ অভিযানে অংশ নিতে ভারতের জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনী’র দল ঘটনাস্থলে পৌঁছেছে।