News71.com
 International
 30 Mar 17, 01:07 PM
 218           
 0
 30 Mar 17, 01:07 PM

সংযুক্ত আরব আমিরাতে অধ্যাপকের ১০ বছরের জেল

সংযুক্ত আরব আমিরাতে অধ্যাপকের ১০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক : সংয্ক্তু আরব আমিরাতে এক অধ্যাপককে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকারসংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।বুধবার (২৯ মার্চ) হওয়া এই রায়কে মত প্রকাশের স্বাধীনতার উপর বাধা বলে আখ্যা দেয় সংস্থাটি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থঅ ডব্লিউএএম জানায়, আবু ধাবিতে সামাজিক মাধ্যম তথা অনলাইনে কর্মকান্ড চালানোর জন্য এক নাগরিককে কারাদন্ড দেওয়া হয়েছে। আদালত থেকে জানানো হয়, মুসলিম ব্রাদারহুডের মতো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল তার। সামাজিক মাধ্যমে তার আপলোড করা ছবি রাষ্ট্র এর পররাষ্ট্র নীতি বিরোধী ছিল।

অ্যামেনেস্টি জানায়, সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম নাসের বিন গাইথ। সংস্থাটির মধ্যপ্রাচ্যের গবেষণা বিষয়ক উপ পরিচালক লিন মালুফ বলেন, ‘তার শান্তিপূর্ণ টুইটের ফলে সরকারের এই অবস্থান এটাই স্পষ্ট করে যে সংযুক্ত আরব আমিরাতে স্বাধীনভাবে মত প্রকাশের অবকাশ নেই।’তবে কি কোন পোস্টের জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে সেটা নিশ্চিত নয়। ২০১৫ সালে তার গ্রেফতারের আগে থেকেই তিনি অনেক টুইট করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন