আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জার মিনিবাস ও পিক-আপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। স্যান অ্যান্টোনিয়ো শহর থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে গারনার স্টেট পার্কের কাছে স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন।
টেক্সাসের নিউ ব্রাউনফেলসের ফার্স্ট ব্যাপ্টিস্ট গির্জার ১৪ জন বয়স্ক সদস্যকে বহন করছিল মিনিবাসটি। এ অবস্থায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে বুধবার স্থানীয় সময় ১২ টায় দুর্ঘটনায় পড়ে বাসটি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।