News71.com
 International
 29 Mar 17, 11:36 PM
 218           
 0
 29 Mar 17, 11:36 PM

অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করছেন বব ডিলান

অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করছেন বব ডিলান

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন মার্কিন সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার বব ডিলান। আজ বুধবার (২৯ মার্চ) সুইডিশ একাডেমি এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের অক্টোবরে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে দীর্ঘদিন নীরব ছিলেন বব ডিলান। ১৪ দিন পর নীরবতা ভেঙে টেলিফোনে নোবেল কমিটিকে ডিলান জানিয়েছিলেন নোবেল পাওয়ার খবরে তিনি  ‘ভাষা হারিয়ে ফেলে ছিলেন’।

এর প্রায় এক মাস পর সুইডিশ একাডেমির কাছে পাঠানো  চিঠিতে ডিলান জানান, তাঁর ‘পূর্বপ্রতিশ্রুত’ একটি অনুষ্ঠান থাকায় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না। একাডেমির নিয়ম অনুযায়ী, প্রায় ৯ লাখ মার্কিন ডলারের পুরস্কার গ্রহণের জন্য অবশ্যই বিজয়ীকে ভাষণ দিতে হবে। তাই ভাষণ না দেওয়ায় ডিলানের কাছে পদক ও পুরস্কারের অর্থ পাঠানো হয়নি। তবে একাডেমি জানিয়েছিল, ১০ ডিসেম্বর থেকে আগামী ছয় মাস তারা ডিলানের নোবেল ভাষণ পাওয়ার অপেক্ষা করবে।

বুধবার একাডেমি জানিয়েছে, স্টকহোমে ব্যক্তিগতভাবে বব ডিলানের সঙ্গে একাডেমির কর্মকর্তারা দেখা করবেন। সেখানে তার দুটি কনসার্ট করার কথা। তবে ডিলান তার ভাষণ স্বশরীরে দেবেন না। তিনি তার রেকর্ডকৃত ভাষণ একাডেমির কাছে পাঠিয়ে দেবেন।

সুইডিশ একাডেমির স্থায়ী সচিব সারা দানিউস বলেছেন, ‘ভালো খবর হচ্ছে, চলতি সপ্তাহে সুইডিশ একাডেমি ও বব ডিলান একসঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে। এর পরেই একাডেমি ডিলানের হাতে নোবেল পুরস্কার ও পদক হস্তান্তর করবে। ডিলানের ইচ্ছা অনুযায়ী, বৈঠকে কেবল ডিলান নিজে ও একাডেমির কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সেখানে কোনো সংবাদমাধ্যমের প্রতিনিধি থাকবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন