আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বা রাইয়া-ভুং তাউ প্রদেশের ভুং তাউ নগরীর উপকূলে মঙ্গলবার একটি স্থানীয় মালবাহী জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের নয় ক্রু নিখোঁজ হয়েছে। বুধবার (২৯ মার্চ) প্রাদেশিক কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
‘হাই থান-২৬’ নামের তিন হাজার টন ওজনের জাহাজটির সঙ্গে অপর একটি মালবাহী জাহাজের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নগরীর উপকূল থেকে প্রায় ৪৪ ন্যটিক্যাল মাইল পূর্বে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর দুই ক্রুকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল নাগাদ উদ্ধার কর্মীরা নিখোঁজ নয় ক্রুর সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।