News71.com
 International
 29 Mar 17, 06:12 PM
 227           
 0
 29 Mar 17, 06:12 PM

ওবামার জলবায়ু নীতি বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

ওবামার জলবায়ু নীতি বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নীতি বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশ স্বাক্ষরকালে ট্রাম্প বলেন, এই আদেশ ‘কয়লার বিরুদ্ধে যুদ্ধ’ এবং ‘কর্মসংস্থান-হত্যার বাধ্যবাধকতার’ পরিসমাপ্তি ঘোষণা করবে।

‘অ্যানার্জি ইন্ডিপেনডেন্স এক্সিকিউটিভ অর্ডার’ নামের এই নির্বাহী আদেশ ওবামা কর্তৃক গৃহীত ছয়টির বেশি পদক্ষেপ বাতিল করবে এবং জীবাশ্ম জ্বালানিকে উদ্বুদ্ধ করবে। উল্লেখয ট্রাম্পের নতুন এই নির্বাহী আদেশকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ী গোষ্ঠি। তবে পরিবেশবাদীরা এর তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের নির্বাহী আদেশ স্বাক্ষরের পরপরই হোয়াইট হাউসের বাইরে কয়েকশ’ প্রতিবাদকারী সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন