News71.com
 International
 29 Mar 17, 11:19 AM
 279           
 0
 29 Mar 17, 11:19 AM

ভারতের ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

ভারতের ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ

আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের নাবালিকা বীনা দেবের মৃত্যুকে কেন্দ্র করে ত্রিপুরাজুড়ে এখন উত্তাল পরিস্থিতি। রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় চলছে। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার মূল অভিযুক্ত রজত তাঁতির ফাঁসির দাবিতে ধর্মনগরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করছে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মহিলা মুর্চা’র ধর্মনগর মন্ডল কমিটি।

কমিটির সদস্যরা প্রথমে মুখে কালো কাপড় বেঁধে, হাতে মোমবাতি জ্বালিয়ে ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা সকলে সেন্ট্রাল রোডের নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতির পাদদেশে এসে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। বিজেপি’র মহিলা মুর্চা’র ধর্মনগর মন্ডল কমিটির তরফে জানানো হয়, আগামী দিনেও এই ইস্যুতে তাদের বিক্ষোভ জারি থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন