আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের একটি নির্মাণ স্থলে সোমবার ক্রেন দুর্ঘটনায় তিনজন মারা গেছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছেন। চীনের কমিউনিষ্ট পার্টির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২ টা ৫৫ মিনিটে তংচেং সিটিতে এ দুর্ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, এ তিন শ্রমিক একটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ স্থলে একটি টাওয়ার ক্রেন স্থাপনের কাজ করছিল। এটি হঠাৎ পড়ে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদের একজন ঘটনাস্থলে এবং অপর দু’জন পরে হাসপাতালে মারা যায়। স্থানীয় সরকার এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।