News71.com
 International
 28 Mar 17, 11:45 AM
 259           
 0
 28 Mar 17, 11:45 AM

ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত ২০০

ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বে যৌথবাহিনীর বিমান হামলায় ২০০ বেসামরিক নাগরিকের প্রাণহানির কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ ও ইরাক ছাড়াও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ ধরণের হামলার ব্যাপক সমালোচনার মুখে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়েছে, আইএস জঙ্গি এবং তাদের অস্ত্রসামগ্রী লক্ষ্য করে ইরাকে যৌথবাহিনীর বিমান থেকে এ হামলা চালানো হয়। তবে যে স্থানটিতে বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে, সেটি বিমান হামলার লক্ষ্যবস্তুর সঙ্গে সামঞ্চস্যপূর্ণ।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর কাছে মানুষের জীবনের মূল্য আছে। এজন্যই জঙ্গিদের কবল থেকে ইরাককে মুক্ত করতে দেশটির সরকারি বাহিনীকে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাকে গত তিন বছরে এটাই যৌথবাহিনীর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। এ হামলাকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট ওসামা নুজাইফি। পুরো ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইরাকে নিযুক্ত জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মসুলে ভয়াবহ বিমান হামলায় শতাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় তিনি বিস্মিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন