আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, সাম্প্রতিক নির্বাচনী জয়ের জন্য ট্রাম্প ফোন করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই কারণে অভিনন্দন জানিয়ে ফোন করেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রধানমন্ত্রীকে বলেন, আমেরিকা ভারতকে তাদের সত্যিকারের বন্ধু বলে মনে করে। যাবতীয় আন্তর্জাতিক চ্যালেঞ্জ সামাল দিতে ভারতকে পাশে পাওয়ার ভরসা রাখে তারা।পরস্পরকে তাঁরা নিজের নিজের দেশে আমন্ত্রণও জানিয়েছেন। এ বছরের শেষে প্রধানমন্ত্রী আমেরিকায় আসবেন বলে আশাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ২৪ জানুয়ারি ফোনালাপ করেন মোদী ও ট্রাম্প। তখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের শপথ নেন তাঁরা। গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের জয়ের পর মোদী অন্যতম প্রথম রাষ্ট্রনেতা ছিলেন, যিনি ফোন করে অভিনন্দন জানান তাঁকে। প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পও বারবার বলেন, ক্ষমতায় এলে ভারত ও ইজরায়েল এই দুই দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চান তিনি।