আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বানাতে হলে আরএসএস প্রধান মোহন ভাগবতকে রাষ্ট্রপতি করার প্রস্তাব শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাউত বলেছেন, রাষ্ট্রপতি পদটি দেশের সবচেয়ে উঁচু পদ। এমন কারও ওই পদে আসীন হওয়া উচিত যিনি স্বচ্ছ, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী। শুনছি রাষ্ট্রপতি পদে মোহন ভাগবতের কথা ভাবা হচ্ছে। ভারতকে যদি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হয়, তবে রাষ্ট্রপতি পদে ভাগবত হবেন চমত্কার বাছাই। যদিও তাঁকে দল সমর্থন করবে কিনা, সেটা উদ্ধবজীই ঠিক করবেন।
রাষ্ট্রপতি ভোট নিয়ে কৌশল নির্ধারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নৈশভোজে যাবেন কিনা প্রশ্ন করা হলে অবশ্য এড়িয়ে যান রাউত। তাঁর কৌতূকভরা মন্তব্য, জিভে জল আনা খাবার মাতোশ্রী (মুম্বইয়ে উদ্ধব ঠাকরের বাসভবন)-তেও রান্না হয়! তিনি বলেন, শেষ দুটি রাষ্ট্রপতি নির্বাচনে বালাসাহেব ঠাকরে স্রোতের বিপরীতে হেঁটে দেশের স্বার্থে প্রয়োজন, এমন পদক্ষেপই করেছিলেন। তারপরও কিন্তু রাষ্ট্রপতি পদপ্রার্থীরা মাতোশ্রী-তে এসেছিলেন আলোচনার জন্য। যাঁরা ভোট চান, তাঁরা মাতোশ্রী আসতে পারেন। আমরা আলোচনায় প্রস্তুত।