আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বজ্রপাতসহ ভারী বর্ষণ ও দমকা বাতাসে গতকাল শনিবার ১ নারীসহ ৪ জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে ৭০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রবিবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
পুলিশ জানায়, ত্রিপুরার পশ্চিমাঞ্চলে ঝড়ের সময় একটি গাড়ি উল্টে ৩ জনের মৃত্যু ও অপর ২ জন আহত হয়েছেন। নিহতরা ইট ভাটার শ্রমিক। অপর ঘটনায় ঝড়ের সময় শক্তিশালী বাতাসের আঘাতে একটি গাছ উপড়ে ১ নারীর উপর পড়লে তিনি চাপা পড়ে মারা যান।
পুলিশ জানায়, অভয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। বিটার গাছটি ওই নারীকে পিষ্ট করে। তিনি গাছের নিচে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ঝড় ও বৃষ্টিপাতে ওই অঞ্চলের ৪টি জেলার ৭০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও বিঘ্নিত হয়েছে।