News71.com
 International
 26 Mar 17, 01:49 PM
 242           
 0
 26 Mar 17, 01:49 PM

ভারতের রাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পছন্দ বিজেপি নেতা আদভানিকে....

ভারতের রাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পছন্দ বিজেপি নেতা আদভানিকে....

আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায় ছাড়াও আরও তিনজন রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায়। এরা হলেন লালকৃষ্ণ আদভানি, সুমিত্রা মহাজন ও সুষমা স্বরাজ। বিজেপিতে ঘোর আপত্তি থাকলেও সেই দলেরই নেতা-নেত্রীদের রাষ্ট্রপতি পদে দেখতে কোন আপত্তি নেই মমতার, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষতকারে এমনটি জানিয়েছেন তিনি। যদিও বিরোধী মহলের দাবি, নারদ-কান্ডে সিবিআই তদন্ত চলাকালীন এই পছন্দের নামের মধ্যেই কোনও সমঝোতার বার্তা রয়েছে। বিরোধীদের মতে, এই পরিস্থিতিতে মমতার মুখে আদভানির নাম ভিন্ন ইঙ্গিত বয়ে এনেছে।

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বিজেপি-র নেতা-নেত্রীদের উনি সমর্থন করবেন? নারদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে বলেছিলেন, দরজা খোলা আছে। কোন দরজা খোলা, এখন একটু একটু স্পষ্ট হচ্ছে।’ একই সুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরও। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি-পদে আগাম পছন্দ জানিয়ে নারদ-কান্ডে বোঝাপড়ার রাস্তা খুলে রাখতে চাইছেন তৃণমূল নেত্রী।’

অভিযোগ থাকা সত্ত্বেও মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মুখ্যমন্ত্রী তাদের আড়াল করার চেষ্টা করছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ। তিনি বলেন, ‘আদভানিকে হাতে রাখতে এখন রাষ্ট্রপতি হিসেবে তাকে সমর্থন জানাচ্ছেন মমতা। দীর্ঘ দিন ধরে এথিক্স কমিটির কোনও বৈঠক ডাকছেন না আদভানি। নিয়মমতো বৈঠক হলে তৃণমূলের অভিযুক্ত সাংসদদের সাংসদ-পদ থেকে ইস্তফা দিতে হতো। তাই মমতা বোঝাতে চাইছেন, উনি বিজেপির সঙ্গে আছেন। বিজেপি-ও যেন তার সঙ্গে থাকে।’ তৃণমূল সূত্রে অবশ্য বলা হচ্ছে, ব্যক্তি আদভানি সম্পর্কে মমতার দুর্বলতা বহু দিনের। আদভানির নামের সঙ্গে কোনও উদ্দেশ্য টেনে আনা ঠিক নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন