আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ২টি স্বর্ণখনিতে গতকাল শুক্রবার পৃথক দুর্ঘটনায় ১০ জন মারা গেছেন। আজ শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। কমিউনিস্ট পার্টি অব চায়নার নাগরিক কমিটির প্রেস অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৩৬ মিনিটে লিংবাও নগরীতে চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপের কিনলিং স্বর্ণখনি ধোঁয়ায় ঢেকে গেছে। সেখানে ১২ শ্রমিক ও মাকিলপক্ষের ৬ কর্মী আটকা পড়ে।
এতে আরো বলা হয়, গতকাল শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা খনি থেকে ৭টি লাশ উদ্ধার করে। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে একজন হাসপাতালে মারা যায়। অপর ৯ জন আশঙ্কামুক্ত রয়েছে। নগরীর জরুরি কর্মকর্তা জানান, আজ শনিবার সকালে আটকে পড়া শ্রমিকদের ১জন নিখোঁজ রয়েছে। কিন্তু খনির ভেতর বিষাক্ত কার্বন মনোক্সাইডের মাত্রা অনেক বেশি থাকায় ও এক মিটারের কম দূরের জিনিসও দেখতে না পাওয়ায় তল্লাশী ও উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।
আজ শনিবার প্রাদেশিক কর্মস্থান সুরক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাশের একটি স্বর্ণ খনিতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর ৩টায় সেখানে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় খনির ভেতর ৬ শ্রমিক আটকা পড়ে। দিনভর উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫ টায় ৪ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে সন্ধ্যায় অপর ২ শ্রমিককে সেখানে মৃত পাওয়া গেছে।