News71.com
 International
 25 Mar 17, 02:45 PM
 219           
 0
 25 Mar 17, 02:45 PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করবেন।।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করবেন।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী সপ্তাহে ব্রাসেলসে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। এ প্রেক্ষিতে জোটের কূটনীতিকরা বৈঠকের তারিখ নির্ধারণে কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার মার্কিন কর্মকর্তারা একথা জানান। ব্রাসেলসে ন্যাটোর এক কর্মকর্তা বলেন, ‘আগামী ৩১ মার্চ ন্যাটোর এ বৈঠক অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। এ ব্যাপারে জোটের মধ্যে আলোচনা চলছে।’

আগামী ৫ এপ্রিল ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তারিখ নির্ধারিত থাকলেও টিলারসন তাতে যোগ দিতে পারবেন না এমন কথা জানানোয় গত মঙ্গলবার এ নিয়ে জটিলতা তৈরি হয়। তবে মার্কিন কর্মকর্তারা এখন বলছেন, টিলারসন আগামী সপ্তাহে শুক্রবার ব্রাসেলসে যাবেন। পূর্ব পরিকল্পিত এ বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টোনার বলেন, পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ন্যাটো বৈঠকে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলস-এ যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন