News71.com
 International
 25 Mar 17, 12:53 PM
 195           
 0
 25 Mar 17, 12:53 PM

ইসলামভীতি দূর করতে নতুন পদক্ষেপ নিল কানাডা সরকার ।।

ইসলামভীতি দূর করতে নতুন পদক্ষেপ নিল কানাডা সরকার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলাম ধর্মকে ব্যবহার করে বিশ্বজুড়ে যে সন্ত্রাসবাদ প্রভাব বিস্তার করছে তার ফল ভোগ করতে হচ্ছে নিরীহ মুসলিম ধর্মাবলম্বীদের। তারাই বেশি হামলার শিকার হচ্ছেন। ইউরোপ ও আমেরিকা মহাদেশেও মুসলিমদের প্রতি অবিশ্বাস, ভয় ও ঘৃণার তৈরি হয়েছে। এই পরিস্থিতি দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন সরকার।

গত বৃহস্পতিবার কানাডার 'হাউস অফ কমন্স' এ ইসলামভীতি দমন করতে একটি প্রস্তাব আনে ট্রুডো সরকার। এটি সর্বসম্মতিক্রমে তা পাস হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, মুসলিমদের প্রতি দেশে ক্রমবর্ধমান ঘৃণা ও ভয়ের পরিবেশকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। এ ছাড়াও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ থামাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন