News71.com
 International
 25 Mar 17, 11:13 AM
 210           
 0
 25 Mar 17, 11:13 AM

আইএসের রাজধানী রাক্কা দখলের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স...

আইএসের রাজধানী রাক্কা দখলের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স...

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী শহর সিরিয়ার রাক্কা দখলে অভিযানে নামছে ফ্রান্স। এমনই ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার৷ এদিকে ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হামলার দায় নিয়েছে আইএস৷ শুধু তাই নয়, গতকাল শুক্রবার বাংলাদেশের রাজধানীতে আত্মঘাতী হামলার দায় নিয়েছে এই সংগঠনটি৷

সেই শহর পুনরুদ্ধারে বিশাল আক্রমণে যাবে সেনা জোট৷ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জাঁ ইভেস লে ড্রাইয়ান৷ তিনি বলেন, রাক্কা পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত লড়াই শুরু হবে। এ লড়াই হবে ভয়ঙ্কর।

২০১৬ সালের অক্টোবর থেকে আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার রাক্কা ও মোসুল পুনরুদ্ধারে চেষ্টা চলছে৷ গত বৃহস্পতিবার রাক্কায় বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সেনা। এতে নিহতের সংখ্যা বহু৷

সিরিয়ার রাক্কা দখল অভিযানের পাশাপাশি ইরাকের মোসুল দখলেও চলছে চূড়ান্ত অভিযান৷ আইএস প্রধান আবু বকর আল বাগদাদি এখনও অধরা৷ মোসুল শহর ছেড়ে এই জঙ্গি নেতা কোন গোপন ঘাঁটিতে লুকিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন