News71.com
 International
 25 Mar 17, 11:01 AM
 211           
 0
 25 Mar 17, 11:01 AM

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় ২০০ শরণার্থীর সলিল সমাধি।।

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় ২০০ শরণার্থীর সলিল সমাধি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ২শতাধিক শরণার্থীর সলিল সমাধির খবর জানা গেছে। এর মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছে। স্প্যানিশ একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে এ খবর জানা যায়। তবে শরণার্থীদের জাতীয়তা জানা যায়নি। দাতব্য সংস্থাটি বলছে, রাবারের ২টি নৌকা ডুবে অন্তত ২৪০ জনের সলিল সমাধি হয়েছে। এ ধরনের নৌকা অন্তত ১২০ জনের ধারণক্ষমতা রাখে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইএমও) এর তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৫৫৯ জনের সলিল সমাধি হয়েছে। ২০১৬ সালে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৫ হাজার শরণার্থীর প্রাণহানি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন