আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ২শতাধিক শরণার্থীর সলিল সমাধির খবর জানা গেছে। এর মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছে। স্প্যানিশ একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে এ খবর জানা যায়। তবে শরণার্থীদের জাতীয়তা জানা যায়নি। দাতব্য সংস্থাটি বলছে, রাবারের ২টি নৌকা ডুবে অন্তত ২৪০ জনের সলিল সমাধি হয়েছে। এ ধরনের নৌকা অন্তত ১২০ জনের ধারণক্ষমতা রাখে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইএমও) এর তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৫৫৯ জনের সলিল সমাধি হয়েছে। ২০১৬ সালে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৫ হাজার শরণার্থীর প্রাণহানি হয়।