News71.com
 International
 24 Mar 17, 10:16 PM
 231           
 0
 24 Mar 17, 10:16 PM

আফগানিস্তান জঙ্গিদের হামলা প্রতিহত করার সময় ৫ জঙ্গি নিহত।।

আফগানিস্তান জঙ্গিদের হামলা প্রতিহত করার সময় ৫ জঙ্গি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আজ শুক্রবার পুলিশ জানায় আফগান নিরাপত্তা বাহিনী উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের ১ জেলা সদরদপ্তরে রাতের বেলা চালানো তালেবান জঙ্গিদের একটি হামলা প্রতিহত করেছে। এতে ৫ হামলাকারী নিহত ও ৪ পুলিশ আহত হয়েছে। আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল শির আজিজ কামাওয়াল বলেন, জঙ্গিরা গতকাল বৃহস্পতিবার রাতে খাজা বাহাউদ্দিন জেলা কেন্দ্রে হামলা চালালে সংর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জঙ্গি নিহত হয়।

তিনি আরও জানান, তাজিকিস্তান সীমান্তবর্তী এ জেলায় ওই বন্দুক যুদ্ধে আফগান সীমান্ত পুলিশের ৪সদস্য ও ৩ জঙ্গি আহত হয়। আফগান রাজধানী কাবুলের ২৪৫ কিলোমিটার উত্তরে এ সংঘর্ষে ওই সরকারি ভবনের অনেক ক্ষতি হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী কুন্দুজ প্রদেশের চরহার দারা জেলায় ন্যাটো নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় আরো ৫ জঙ্গি নিহত হয়। একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন