News71.com
 International
 05 Apr 16, 09:45 AM
 658           
 0
 05 Apr 16, 09:45 AM

থাই সৈন্যদের পুলিশী ক্ষমতা দেয়ার নিন্দা মানবাধিকার গ্রুপের......  

থাই সৈন্যদের পুলিশী ক্ষমতা দেয়ার নিন্দা মানবাধিকার গ্রুপের......     

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে সৈন্যদের পুলিশী ক্ষমতা দেয়ার জান্তা সরকারের নির্দেশ ‘মানবাধিকার সুরক্ষা ক্রমশ হ্রাসের’ অংশ উল্লেখ করে মানবাধিকার কর্মীরা মঙ্গলবার এ আইন বাতিল করার আহবান জানিয়েছেন।

গত সপ্তাহ জান্তা সরকারের প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চা বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের আটক করতে সর্বোচ্চ এক সপ্তাহের জন্য সাব-লেফটেন্যান্ট বা এর উপরের পদের সকল সেনা সদস্যদের এ ক্ষমতা দেয়ার নির্বাহী নির্দেশ জারি করেন।

সামরিক বাহিনী জানায়, ‘মাফিয়া চক্রের সদস্যদের’ দমনের জন্য অঙ্গীকার পালনে এ নির্দেশ প্রয়োজন ছিল।’ তারা আরো জানায়, এক্ষেত্রে এ দায়িত্ব পালনে পুলিশ অফিসারের সংখ্যা অপ্রতুল।

তবে বিভিন্ন মানবাধিকার গ্রুপ সরকারের এ ধরণের পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেছে, দু’বছর আগে ক্ষমতা দখলের পর সামরিক সরকার বিচার বিভাগীয় একটি নতুন ক্ষমতা প্রয়োগ করে ভিন্ন মতাবলদের ওপর ব্যাপক দমনপীড়ন চালায়।

মঙ্গলবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টসহ ছয়টি মানবাধিকার গ্রুপ এ পদক্ষেপের কঠোর নিন্দা জানায়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২২ মে সামরিক অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ডে মানবাধিকার সুরক্ষা ক্রমেই হ্রাস পেতে দেখা যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন