News71.com
 International
 04 Apr 16, 08:26 AM
 648           
 0
 04 Apr 16, 08:26 AM

‘৮০ হাজার অবৈধ বাংলাদেশিকে’ দেশে ফেরাতে ইইউ'র তাগিদ।। তালিকা চাইল স্বরাষ্ট্র মন্ত্রনালয়.......

‘৮০ হাজার অবৈধ বাংলাদেশিকে’ দেশে ফেরাতে ইইউ'র তাগিদ।। তালিকা চাইল স্বরাষ্ট্র মন্ত্রনালয়.......

নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বসবাসরত আড়াই লাখ বাংলাদেশীর মধ্যে ৮০ হাজারই অবৈধ বলে দাবি করে, তাদেরকে দেশে ফিরিয়ে আনতে তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে এসে দেখা করে এ অনুরোধ করেন বলে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে, বাংলাদেশর পক্ষ থেকে এসব বাংলাদেশিকে চিহ্নিত করে তাদের তালিকা দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আড়াই লাখ বাংলাদেশী ওখানে থাকে। তারমধ্যে তাদের হিসেবে ৮০ হাজার অবৈধ হয়ে গেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা যে ছাত্রত্ব ছিল সেই ছাত্রত্ব নেই। বিভিন্ন কারণে তারা অবৈধ হয়েছে। এখন তাদের কিভাবে আমাদের দেশে ফেরত আনা যায় সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, আমাদেরকে আগে দেখতে হবে আপনারার যে ৮০ হাজারের কথা বলছেন সেই ৮০ হাজারের সবাই বাংলাদেশি কিনা। আপনারা তালিকা পাঠান, বাংলাদেশি হলে তাদের ফিরিয়ে আনার জন্য আপনাদের প্রচেষ্টার সঙ্গে আমরাও দেখব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন