News71.com
 International
 04 Apr 16, 12:09 PM
 1124           
 0
 04 Apr 16, 12:09 PM

জম্মু-কাশ্মিরের প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ।।

জম্মু-কাশ্মিরের প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু কাশ্মিরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নিচ্ছেন (পিডিপি) প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছেন জম্মু-কাশ্মিররে সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের তনয়া ।

স্থানীয় সময় আজ সকালে জম্মুর রাজ ভবনে ভারতের প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মেহবুবা মুফতি। তিনি  পিডিপি প্রতিষ্ঠাতা মুফতি মুহাম্মাদ সায়িদ (৫৬)-এর কন্যা। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি শুধু জম্মু ও কাশ্মীরের প্রথম নারী হিসাবেই বিবেচিত হবেন না, একই সঙ্গে তিনি ভারতের কোন রাজ্যের দ্বিতীয় মুসলিম নারী মুখ্যমন্ত্রী হিসাবেও ইতিহাস গড়বেন। এর আগে ১৯৮০ সালে সায়েদা আনোয়ারা নামে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আরেক মুসলিম নারী । তিনি ১৯৮১ সালের ৩০শে জুন পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন