international
 03 Apr 16, 04:22 AM
 218             0

ভারতে উত্তর প্রদেশে কারাগারে কয়েদিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ।।

ভারতে উত্তর প্রদেশে কারাগারে কয়েদিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের ১টি কারাগারে কয়েদিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে ।বারানসির জেলা কারাগারে গত শনিবার এ ঘটনা ঘটে। ১জন কয়েদিকে পেটানোর অভিযোগে পুলিশকে লক্ষ্য করে কয়েদিরা পাথর নিক্ষেপ করলে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায় দূর থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে । সংঘর্ষে কয়েদিদের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে । এসময় বিক্ষুব্ধ কয়েদিরা সংশ্লিষ্ট জেল-সুপার আশিষ তিওয়ারিকে কয়েক ঘণ্টা আটকে রাখে ।

পরে জেলা ম্যাজিস্ট্রেট আলোচনার মাধ্যমে কয়েদিদের শান্ত করেন। তবে গুলির ঘটনা অস্বীকার করেন তিনি। ঘটনার পরপরই জেলা কারাগারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')