News71.com
 International
 03 Apr 16, 01:16 AM
 632           
 0
 03 Apr 16, 01:16 AM

অভিযুক্ত সংস্থাকে বরাত দেন মমতাও, দাবি সিদ্ধার্থনাথ সিংহের.....

অভিযুক্ত সংস্থাকে বরাত দেন মমতাও, দাবি সিদ্ধার্থনাথ সিংহের.....

কলকাতা সংবাদদাতা : পোস্তায় ভেঙে পড়া উড়াল সেতুর নির্মাণকারী সংস্থা আইভিআরসিএল-এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগের অভিযোগ তুললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সিদ্ধার্থনাথ সিংহ। পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ এ দিন দাবি করেন, মমতা রেলমন্ত্রী থাকাকালীনই তাঁর সঙ্গে আইভিআরসিএল-এর পরিচয়। রেলমন্ত্রী হিসেবে মমতাই সংস্থাটিকে উধমপুর-শ্রীনগর-বারামুলা টানেলের জন্য সরকারি-বেসরকারি যৌথ প্রকল্পে ৭৬১ কোটি টাকার বরাত পাইয়ে দেন। মমতার পরে আরও দুই তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায়ের আমলেও সংস্থাটি ওই টানেলের কাজ চালিয়ে গিয়েছে।

সিদ্ধার্থনাথ এ দিন বলেন, ‘‘কালো তালিকাভুক্ত আইভিআরসিএল-কে বরাত দেওয়া হয়েছিল বাম জমানায়। ২০১১-য় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর বিবেকানন্দ রোড সেতু প্রকল্পটি নিয়ে ফের পর্যালোচনা হয়। তত দিনে আইভিআরসিএল-এর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবু বিবেকানন্দ সেতুর কাজে ওদেরই রেখে দেয় মমতা সরকার!"

যদিও ঘটনা হল, বাম আমলে যখন আইভিআরসিএল সংস্থা সেতুটি নির্মাণের বরাত পায়, তখন তারা কালো তালিকাভুক্ত ছিল না। তথ্য অনুযায়ী, ২০১১ সালে সংস্থাটি প্রথম সিবিআইয়ের নজরদারিতে আসে। সিদ্ধার্থনাথের অভিযোগের জবাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আর এক জন আছে! সিদ্ধি-গাঁজা খাওয়ার মতো করে ঘুম ভেঙে দিল্লি থেকে এসে নানা রকম কথা বলে যাচ্ছে! ইতিহাস-ভূগোল কিছুই জানেন না। বলতে হয়, বলে যাচ্ছেন!’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন