News71.com
 International
 02 Apr 16, 04:01 AM
 831           
 0
 02 Apr 16, 04:01 AM

টাকার উৎস জিজ্ঞেস করা অসম্মানজনক ।। ফিলিপিন্সে ক্যাসিনোয় জুয়া চলে এমন নিয়মেই......

টাকার উৎস জিজ্ঞেস করা অসম্মানজনক ।। ফিলিপিন্সে ক্যাসিনোয় জুয়া চলে এমন নিয়মেই......

আন্তর্জাতিক ডেস্কঃ জুয়ার টেবিলে বাজিকরদের টাকার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না- এমন নিয়মেই ফিলিপিন্সে ক্যাসিনোয় জুয়া চলে। চীনা বংশোদ্ভূত জাঙ্কেট অপারেটর কিম অং বলেছেন । তিনি এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা থেকে পাওয়া ৪৬ লাখ ডলার ফেরত দিয়েছেন।

ফিলিপিন্সে জাঙ্কেট অপারেটর হিসেবে বড় বড় জুয়াড়িকে অর্থ ধার দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্যাসিনোয় তাদের গ্যারান্টার হওয়া এবং থাকা, ভ্রমণসহ নানা ধরনের সেবা দিয়ে থাকেন কিম অং। গত সপ্তাহে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেট কমিটির শুনানিতে ২জনের নাম বলেছেন অং। এক সাক্ষাৎকারে কিম অং বলেন, বিত্তশালী জুয়াড়িদের সঙ্গে লেনদেনের সবসময় ২টি বিশেষ নিয়ম মানতে হয়- যে কোনো সময় জুয়াড়িদের টাকা বের করতে বলা যাবে, কিন্তু জিজ্ঞেস করা যাবে না সেই টাকা কোথা থেকে এসেছে ।

কিম অং আরও বলেন, ক্যাসিনোয় আমরা সবসময় বলি কথা বলার আগে টাকা বের করো। ক্যাসিনোয় টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া অসম্মানজনক জানিয়ে অং বলেন বিষয়টি জানতে চাইবেন না চাওয়াটা অসম্মানজনক ।

সিনেটের শুনানিতে চীনা বংশোদ্ভূত এই ব্যবসায়ী দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তিনি কোনোভাবে জড়িত নন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন