News71.com
 International
 01 Apr 16, 07:28 AM
 729           
 0
 01 Apr 16, 07:28 AM

একটি বাজপাখির দাম ৩ কোটি ১৩ লাখ টাকা ।।

একটি বাজপাখির দাম ৩ কোটি ১৩ লাখ টাকা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে প্রায় বিলুপ্তির পথে বাজপাখি। দেশটিতে এখন আর আগের মতো এর বিচরণ নেই। শিকারিরা নির্বিচারে এদের খাদ্যের উৎস ধ্বংস করায় পাখিটি আজ হুমকির মুখে পড়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি দেশটিতে নিলামে একটি বাজপাখি ১৫ লাখ রিয়ালে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৩ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭৮৯ টাকা ।

পাখিটি রক্ষার্থে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসা আব্দুল রহমান আল সায়েদ বলেন, খাদ্যের প্রধান উৎসগুলো অনিয়ন্ত্রিতভাবে শিকার করায় অনেক প্রজাতির বাজপাখি আজ বিলুপ্তির পথে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকাও অনেক। তাই এটি রক্ষায় সৌদি বণপ্রাণী সোসাইটির কাছে অনুরোধ করেছেন তিনি । ছোট পাখি ও ছোটখাটো অন্য জন্তু শিকারের জন্য অনেকে বাজপাখি পালন করেন । এ ধরনের শিকার প্রাচীন চীন, পারস্য ও মিশর, এশিয়া, ইউরোপে প্রচলিত ছিল। প্রাচীনকাল থেকেই মধ্যপ্রাচ্যে এই চর্চা চলে আসছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন