News71.com
 International
 30 Mar 16, 12:16 PM
 661           
 0
 30 Mar 16, 12:16 PM

রবীন্দ্রসংগীত নিয়ে অপমান মানবো না ।। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বসহ রাজ্যের মমতা বিরোধীদের তুলোধোনা মমতার........

রবীন্দ্রসংগীত নিয়ে অপমান মানবো না ।। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বসহ রাজ্যের মমতা বিরোধীদের তুলোধোনা মমতার........

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দিল্লি থেকে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে এসে বাংলাকে অপমান করছেন অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত মঙ্গলবার নির্বাচনী সভায় ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন যারা বাংলাকে অপমান করে তারাই আমার শত্রু৷ এ মাটি রবীন্দ্র-নজরুলের মাটি৷ এখানে এসব মানুষ মেনে নেবে না৷

সিপিএম-কংগ্রেসকে জবাব দিয়ে মমতা বলেছে ওরা বলছে বিজেপির সঙ্গে আমাদের নাকি বন্ধুত্ব আছে! মনে রাখতে হবে তৃণমূল ধর্মনিরপেক্ষ শক্তি৷ কোন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তার বন্ধুত্ব হতে পারে না৷ ওরা মিথ্যা বলছে।

প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে প্রচারে এসে আক্রমণ করে মমতাকে৷ এমনকি এ রাজ্যের পরিস্থিতি নিয়েও সমালোচনা করে৷ এরপর এদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করে৷ শুধু তাই নয় তিনি বলে বোমার শব্দে শোনা যায় না রবীন্দ্রসংসীত । মমতা আগের দিন যেমন মোদির নাম করেননি এদিন অমিত শাহ'রও নামও করেননি৷ ঘটনাচক্রে মমতার প্রচার এদিন শেষ হয় পুরুলিয়ায়৷ আর সেই পুরুলিয়াতেই এসেছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মুখ্যমন্ত্রী এদিনও বিজেপি শাসিত ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মতো রাজ্যের উদাহরণ তুলে ধরে কী কাজ সেখানে হয়েছে তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয় মোদি-অমিতকে৷

মমতা এদিন এও বুঝিয়ে দেয় বাংলার বিরু‌দ্ধে যারা কথা বলছে তাদের শাসিত রাজ্যে কোন শান্তি নেই৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন জঙ্গলমহল বারুদের উপর দাঁড়িয়েছিল৷ শান্তি ফিরিয়েছি তো আমরাই৷ উন্নয়নের প্রশ্নেও আবার মোদি-অমিতকে প্রশ্ন ছুঁড়ে দেন মমতা৷

তিনি বলেন ২ টাকা কেজি চাল দিয়েছে বাংলাই৷ কই গুজরাট তো দেয়নি! মধ্যপ্রদেশ তো দেয়নি! উত্তরপ্রদেশ তো দেয়নি! ২টাকা কেজি চাল দেওয়ার ক্ষমতা রাখে আমাদের সরকার৷ তা হলে সমালোচনা করছেন কোন মুখে? তিনি আরও বলে দিল্লি থেকে কিছু নেতা রাজ্যে এসে বড় বড় কথা বলছে৷ আর কলকাতায় পটে সাজানো নেতারা তাতে তাল দিচ্ছে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে বাংলাকে অপমান মানবো না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন