News71.com
 International
 29 Mar 16, 06:19 AM
 647           
 0
 29 Mar 16, 06:19 AM

বিহারের আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চায়িত হবে বাংলাদেশের  ‘মেটামরফোসিস’ .....

বিহারের আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চায়িত হবে বাংলাদেশের  ‘মেটামরফোসিস’ .....

আন্তর্জাতিক ডেস্কঃ 'মেটামরফোসিস' নাটকের দৃশ্যভারতের বিহারের বেগুসরাইতে আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে কবি দিনকার মিলনায়তনে আগামী ২রা এপ্রিল সন্ধ্যায় মঞ্চস্থ হবে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নাটক ‘মেটামরফোসিস’। ২৭শে মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত এই আন্তর্জাতিক নাট্যোৎসবে ভারতের বিভিন্ন প্রদেশসহ বাংলাদেশ, তাইওয়ান, ফিলিপাইন ও নরওয়ের নাটক প্রদর্শিত হচ্ছে।

ফ্রান্‌ৎস কাফকার গল্প অবলম্বনে তৈরি ‘মেটামরফোসিস’ নাটকটির নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু। রূপান্তর করেছেন আনিসুর রহমান। উৎসবে যোগ দিতে সিএটির নয় সদস্যের একটি বাংলাদেশ দল এরই মধ্যে বিহারের উদ্দেশে রওনা দিয়েছে।

‘মেটামোরফোসিস’ মূলত প্রাণীর চিন্তা, কথন ও অন্তর্দহনের চিত্র। বহুমাত্রিক কৌশলে জীবনের মনস্তাত্ত্বিক গভীর জটিলতার রূপায়ণ। সমাজ, পরিবার ও প্রাণীর জীবনযন্ত্রণার রূপকাশ্রিত এক নাট্যভাষা ।

নাটকটিতে অভিনয় করেছেন সেতু আজাদ, রহমতুল্লাহ বাসু, মেজবাউল করিম ও ইসমাইল হোসেন । সংগীত পরিচালনা করেছেন আহসান রেজা খান ও মিঠু বর্মণ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন