News71.com
 International
 28 Mar 16, 08:00 AM
 797           
 0
 28 Mar 16, 08:00 AM

মার্কিন প্রেসিডন্ট নির্বাচিত হলে দ.কোরিয়া-জাপানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবেন ট্রাম্প।।

মার্কিন প্রেসিডন্ট নির্বাচিত হলে দ.কোরিয়া-জাপানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবেন ট্রাম্প।।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নির্বাচিত হলে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবেন। অপরদিকে আরেক রিপাবলিকান প্রার্থী টেড ক্রুজ ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেছেন নির্বাচিত হলে আইএসকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন তিনি।

এদিকে, সম্প্রতি ট্রাম্প ও ক্রুজ একে অন্যের স্ত্রী-কে নিয়ে যে কুরুচিপূর্ণ পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন তা দেশের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা এখন ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ চালাচ্ছেন। সম্প্রতি দুই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ একে অন্যের স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সমালোচনার ঝড় উঠেছে। ট্রাম্পের অভিযোগ তার স্ত্রী সাবেক মডেল মেলানিয়ার আপত্তিকর ছবি প্রকাশের পেছনে ক্রুজের হাত রয়েছে। ক্রুজের বিবাহবহির্ভূত সম্পর্ক আছে এবং ক্রুজের স্ত্রীর গোপন সব খবর ফাঁস করে দেয়ার হুমকিও দেন ট্রাম্প।

ট্রাম্প এবং ক্রুজের এমন কাদা ছোঁড়াছুড়ির তীব্র সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণায় ব্যক্তিগত আক্রমণ দেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। কেরি বলেন, তিনি যে দেশেই যান সবাই তাকে প্রশ্ন করে যুক্তরাষ্ট্রে এসব কি হচ্ছে।

তবে কেরি যাই বলুন আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ক্রুজ ও ট্রাম্পের পাল্টাপাল্টি বক্তব্য সহসা থামছে না। ক্রুজ তার বিরুদ্ধে গত সপ্তাহে দ্যা ন্যাশনাল ইনকোয়েরার পত্রিকায় প্রকাশিত বিবাহবহির্ভূত সম্পর্কের খবরকে মিথ্যা বলে মন্তব্য করেন। উইসকনসিনে এক সংবাদ সম্মেলনে তিনি ট্রাম্পকে ইঁদুরের সাথে তুলনা করেন।

রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ বলেন, 'দ্যা ন্যাশনাল ইনকোয়েরার যে খবর ছাপিয়েছে তার কোন ভিত্তি নেই। এ খবর ছাপানোর পেছনে ট্রাম্পের হাত রয়েছে কারণ ট্যবলয়েডটির মালিকের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইঁদুর হতে পারেন কিন্তু তার সঙ্গে ইঁদুর বেড়াল খেলায় লিপ্ত হওয়ার কোন ইচ্ছে আমার নেই। তাকে বলতে চাই এসব আবর্জনার মত খবর রাজনীতির অংশ হতে পারে না।'

তবে ট্রাম্প এবিসি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, এ ধরনের রটনার পেছনে তার কোন হাত নেই।

নিউইয়র্ক টাইমসকে দেয়া অপর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নির্বাচিত হলে দক্ষিণ কোরিয়া ও জাপানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেবেন তিনি। উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য যাতে দেশ দুটিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে না হয় সেজন্য তিনি এ অনুমতি দেবেন।

এদিকে, রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে টেড ক্রুজ বলেন ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতি দুর্বল। নির্বাচিত হলে আইএসকে সমূলে উপড়ে ফেলতে যা যা করার দরকার সবই তিনি করবেন বলেও মন্তব্য করেন এই রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন