News71.com
 International
 28 Mar 16, 12:04 PM
 735           
 0
 28 Mar 16, 12:04 PM

সড়ক দুর্ঘটনায় বেলজিয়ান সাইক্লিস্ট দেমোতির নিহত ।।

সড়ক দুর্ঘটনায় বেলজিয়ান সাইক্লিস্ট দেমোতির নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বেলজিয়ামে একটি সাইকেল রেসের সময় মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে আন্তোইন দেমোতি নামে একজন সাইক্লিস্টের মৃত্যু হয়েছে। জেন্ট ওয়েভেলজেম নামে এই রেস উত্তর ফ্রান্সে প্রবেশের সময়ে মোটরসাইকেলের সঙ্গে কয়েকজন সাইক্লিস্টের সংঘর্ষ হয়।

২৫ বছর বয়সী বেলজিয়ান সাইক্লিস্ট দেমোতিকে ফ্রান্সের লিলি শহরের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করনে তিনি। বেলজিয়ামের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জেন্স ডেবুশিকেও আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার পরেও প্রতিযোগিতা অব্যাহত ছিল। ২৪৩ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় জিতেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্লোভাকিয়ার পিটার সাগান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন