international
 24 Mar 16, 07:01 AM
 217             0

পশ্চিমবঙ্গে হাতির আক্রমণে ৫ জন নিহত ।।

পশ্চিমবঙ্গে হাতির আক্রমণে ৫ জন নিহত ।।

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে একপাল বন্য হাতির আক্রমণে পাঁচজন নিহত ও একজন মারাত্মক আহত হয়েছেন।গ্রামবাসী হাতিগুলোকে পাথর ছুড়ে মারলে রেগে গিয়ে এ কাণ্ড ঘটায় হাতি । গত রবিবার সকালে একপাল হাতি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, হাতিগুলো গ্রামবাসীর ওপর রেগে গিয়েছিল। তারা হাতিকে পাথর ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করলে এমনটি ঘটে । তিনি বলেন, হাতির এই তাণ্ডবের ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে । তাণ্ডবে ছিল ৭টি হাতি । স্থানীয়রা বন কর্মকর্তাদের ডেকে আনে সাহায্যের জন্য । ঘুমের ওষুধ প্রয়োগ করলে একটি পুরুষ হাতি মারা যায়। বাকিরা নিজ নিজ জায়গাতে চলে যায় ।

পশ্চিমবঙ্গে বন মন্ত্রণালয় হাতি প্রকল্পের সঙ্গে সংযুক্ত রয়েছে । প্রকল্পটির মূল লক্ষ্য, বন্য হাতির অভ্যাস ও সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা । বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে গ্রামে তাদের ঢুকে পড়ার ঝুঁকি কমে আসবে । মানুষ ও হাতির দ্বন্দ্ব কমিয়ে আনার লক্ষ্যে বিশ্ব বন্যপ্রাণী সংস্থা একটি প্রকল্প হাতে নিয়েছে। এখানে একদল এশিয়ার হাতি ও মাহুতিদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')