News71.com
 International
 20 Jan 16, 12:51 PM
 1047           
 0
 20 Jan 16, 12:51 PM

ভারতে দলিত ছাত্র রোহিতের মৃত্যুতে তোলপাড় গোটা দেশ।। ঘটনাস্থলে রাহুল

ভারতে দলিত ছাত্র রোহিতের মৃত্যুতে তোলপাড় গোটা দেশ।। ঘটনাস্থলে রাহুল

নিউজ ডেস্ক : হায়দরাবাদে দলিত ছাত্রের মৃত্যুকে ঘিরে তোলপাড় গোটা ভারতবর্ষ । খোদ রাহুল গান্ধী ছুটে গেছেন ঘটনাস্থলে। উল্লেখ্য নিচু জাত( দলিত) হওয়ার কারনে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র রোহিত ভেমুলাকে বয়কট করা হয়েছিল ক্যাম্পাস চত্বর, ক্লাস, ল্যাব, হস্টেল, ক্যান্টিন সর্বত্র থেকে। দলিত বলে তিনি ছিলেন 'বাদ'-এর খাতায়৷ আর গত ডিসেম্বর মাসের ২১ তারিখ রোহিত-সহ আরও ৪ দলিত ছাত্রকে যখন বিশ্ববিদ্যালয় থেকে বয়কট করা হয়েছিল, হস্টেলের বাইরেই তাঁবু খাটিয়ে থাকছিলেন রোহিত৷ শেষটায় হার মানলেন৷ সায়েন্স ফিকশন নিয়ে লেখার স্বপ্ন দেখেছিলেন যিনি, তিনি একটা সুইসাইড নোটের বেশি আর কিছু লিখতে পারলেন না৷

কিন্তু রোহিতের মৃত্যুতে ঝড় উঠেছে গোটা দেশজুড়ে৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে রোহিতের মৃতদেহ ঘিরে বসে ছিলেন ছাত্রছাত্রীরা৷ পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে স্পষ্ট ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র নাম উল্লেখ করা হয়েছে৷


অন্যদিকে, রোহিতের মৃত্যুতে বিক্ষোভ শুরু হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে৷ এদিন দিল্লি ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান৷ পুণের এফটিআইআই-এর ছাত্র-ছাত্রীরা গতকাল এই ঘটনার প্রতিবাদে অনশনে বসেন৷ রোহিতের মৃত্যুর প্রতিবাদে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির ইস্তফা দাবি করা হয়েছে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে৷


আজ বেলা ১ টা নাগাদ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ রোহিতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, 'রোহিতের পরিবারের জন্য আমার সাহায্যের হাত বাড়িয়ে রাখলাম৷ এছাড়াও যেকোনও ছাত্র-ছাত্রী আমার সঙ্গে কথা বলতে পারেন৷' বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাহুল আরও বলেন, 'ছাত্র খুন করার অধিকার সরকার বা মন্ত্রীদের নেই৷ এমন অবিচার বন্ধ করতেই হবে৷'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন