News71.com
 International
 18 Mar 16, 01:46 AM
 687           
 0
 18 Mar 16, 01:46 AM

সন্ত্রাস বিরোধী আইনে ক্যামেরুনের বোকো হারামের ৮৯ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।।

সন্ত্রাস বিরোধী আইনে ক্যামেরুনের বোকো হারামের ৮৯ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।।

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ ক্যামেরুনে নাইজেরীয় জঙ্গি গ্রুপ বোকো হারামের ৮৯ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিচ্ছে। একটি সামরিক আদালত তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে বলে জানাগেছে। বলা হয়েছে, নাইজেরিয়া ও ক্যামেরুনের সীমান্ত অঞ্চলে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো এই সাজাপ্রাপ্তরা।

উল্লেখ্য গত ২০১৪ সালে ক্যামেরুন সরকার সন্ত্রাস-বিরোধী আইন পাশ করে। যাতে এই মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভূক্ত করা হয়। তবে এর পর এই প্রথম বারের মত আইনটির প্রয়োগ করলো ক্যামেরুন। বোকো হারামের সঙ্গে যোগসাজশ রাখার কারণে এ পর্যন্ত আটক হওয়া মোট ৮০০ জনের অংশ এই ৮৯ জঙ্গী।

তবে মৃত্যুদণ্ড দেওয়ার পর স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো ক্যামেরুনের বিচার ব্যবস্থা পাল্টানোর দাবি তুলছে। অন্যদিকে গত বছর সন্ত্রাস প্রতিরোধ জোটের সঙ্গে ক্যামেরুন যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় কয়েক শ’ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন