international
 17 Mar 16, 05:52 AM
 244             0

জর্দানে পূণ্যার্থীদের বহনকারী বাস খাদে ।। ১৬ ফিলিস্তিন নিহত

জর্দানে পূণ্যার্থীদের বহনকারী বাস খাদে ।। ১৬ ফিলিস্তিন নিহত

নিউজ ডেস্ক : জর্দানের দক্ষিণে সৌদি আরব সীমান্তের কাছে বাস খাদে পড়ে ১৬ ফিলিস্তিন পূণ্যার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। জরুরি ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

জর্দানের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। আম্মান থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে ওই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। ওমরাহ হজ পালনের জন্য পূণ্যার্থীরা সৌদি আরব যাচ্ছিলেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')