News71.com
 International
 19 Jan 16, 10:03 AM
 994           
 0
 19 Jan 16, 10:03 AM

অ্যাপল কার্যালয়ে বোমা হামলার গুজব।।

অ্যাপল কার্যালয়ে বোমা হামলার গুজব।।

নিউজ ডেস্ক : সোমবার বোমা আতংকে খালি হয়ে গিয়েছিল অ্যাপলের ইউরোপিয়ান কার্যালয়। বোমা আতংকে মুহূর্তের মধ্যে আয়ারল্যান্ডে অবস্থিত অ্যাপলের কার্যালয় ত্যাগ করেন ৫ হাজার কর্মী। যা ছিল সম্পুর্ণ একটা গুজব। আকস্মিক ভাবে একাধিক মেইলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল বলে জানা গেছে। মেইলে কার্যালয়ের মধ্যে শক্তিশালী বোমা রাখা আছে বলে জানানো হয়। হুমকি মেলটি পাওয়ার পর প্রতিষ্ঠানটির ইউরোপিয়ান কার্যালয়ে জরুরী সতর্কবস্থা জারি করা হয়। খবর পাঠানো হয় পুলিশ ও সেনাবাহিনীর কাছে।

পরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে যৌথ তল্লাশী অভিযান চালায় স্থানীয় পুলিশ ও সেনা বাহিনী। তল্লাশি শেষে জানিয়ে দেওয়া হয় সন্দেহজনক কোন কিছু নাই কার্যালয়টিতে। নিরাপত্তা নিশ্চিত হলে অ্যাপল কর্মীরা এখন আবার কাজে ফিরে গেছেন বলে জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য আয়ারল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওই কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন