News71.com
 International
 14 Mar 16, 12:21 PM
 773           
 0
 14 Mar 16, 12:21 PM

পাক অধিকৃত কাশ্মীরে চিনা সেনা সদস্যের আনাগোনা ।। সতর্ক ভারতের প্রতিরক্ষামন্ত্রক

পাক অধিকৃত কাশ্মীরে চিনা সেনা সদস্যের আনাগোনা ।। সতর্ক ভারতের প্রতিরক্ষামন্ত্রক

নিউজ ডেস্ক : পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা ধরে চিনা সেনাকে টহল দিতে দেখা গিয়েছে। লাদাখের পর এবার পাক অধিকৃত কাশ্মীরে চিনের পিপল্‌স লিবারেশন আর্মির টহলদারি জওয়ানদের দেখে উদ্বেগ বেড়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকে। পিপলস লিবারেশন আর্মির বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকেও দেখা গিয়েছে।

ভারতীয় সেনা উত্তর কাশ্মীরের নওগ্রামের কাছে যে ফরওয়ার্ড পোস্ট, সেখানেই চিনা সেনা আধিকারিকদের দেখতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি নির্মাণ কাজের দায়িত্বেই পিপলস লিবারেশন আর্মি সেখানে এসেছে বলে পাক সূত্রে খবর। ভারতীয় সেনা সরকারি ভাবে এ বিষয়ে কিছু না জানালেও গোয়েন্দা দপ্তরকে নিয়মিত ভাবে খবর সরবরাহ করছে ভারতীয় সেনা।

সীমান্তের ঝিলাম নদীর উপর একটি জলবিদ্যুত্‍ প্রকল্প নির্মাণের জন্য চিনা সেনা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকেছে বলেও সূত্রের খবর। আবার অন্য একটি সূত্র জানাচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরের লিপ্পা ভ্যালি থেকে কারাকোরাম হাইওয়ে পর্যন্ত একটি সড়ক নির্মাণের কাজে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করেছে চিনা সেনাবাহিনী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন