News71.com
 International
 07 Mar 16, 03:13 AM
 721           
 0
 07 Mar 16, 03:13 AM

তুর্কি উপকূলে আবারও নৌকাডুবি, ১৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ।।

তুর্কি উপকূলে আবারও নৌকাডুবি, ১৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ।।

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে পৌঁছানোর চেষ্টাকালে তুর্কি উপকূলে ফের নৌকা ডুবে কমপক্ষে ১৮ অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে স্পিড বোট-হেলিকপ্টার ব্যবহার করে তার্কিস কোস্ট গার্ড ১৫ জনকে জীবিত এবং ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে।ডিডিম শহরের পাশে এজিয়ান সাগরে উদ্ধার অভিযান চালায় তার্কিস কোস্ট গার্ড।

দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন-এর মতে, গত এক বছরে ১ লাখ ৩৫ হাজার অভিবাসন প্রত্যাশী অবৈধভাবে ইউরোপ পৌঁছায়। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার জন তুর্কি হয়ে বিভিন্ন দেশে গেছেন । উল্লেখ্য গত এক বছরে এভাবে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে কমপক্ষে ৪শ’ জনে অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানাগেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন