News71.com
 International
 18 Jan 16, 12:21 PM
 905           
 0
 18 Jan 16, 12:21 PM

ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চান বৃটিশরা।।

ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চান বৃটিশরা।।

নিউজ ডেস্ক :ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসতে চায় বৃটিশরা। সম্প্রতি যুক্তরাজ্যের মানুষের মধ্যে এক জনমত জরিপে এ সকল তথ্য জানা গেছে। গতকাল রোববার এ জনমত প্রকাশ করেছে জরিপকারক সংস্হা। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে বৃটিশদের এ বিরুপ মনোভাবের পেছনে প্যারিসে জঙ্গি হামলা এবং জার্মানির কোলনে নারী লাঞ্ছনার প্রতিফলন আছে বলে মনে করা হচ্ছে।

জরিপ রিপার্টের ব্রিটিশদের মধ্যে ইইউ ত্যাগের পক্ষে জনমত ৫৩ শতাংশ এবং থেকে যাওয়ার পক্ষে ৪৭ শতাংশ। বৃটিশ নাগরিকদের এমন মনোভারের কারনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০১৭ সালের মধ্যে এ বিষয়ে একটি গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন । উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন বিরোধী বলে খ্যাত পত্রিকা মেইল অন সানডে এ জরিপটি পরিচালনা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন